নীলনকশার নির্বাচনের মাধ্যমে সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়—অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

আপডেট: মার্চ ২৬, ২০২৩
0

স্টাফ রিপোর্টার,গাজীপুর।।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন,
তত্বাধায়ক ব্যাবস্হা বাতিল করে নীলনকশার নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে এ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মানুষ তার প্রকৃত স্বাধীনতা পায়নি।

গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক ভার্চুয়াল প্রোগ্রামে রোববার এ সব কথা বলেন তিনি।

গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো : সফি উদ্দিন এর পরিচালনায় ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনায় এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান, গাজীপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আব্দুল হাকিম, নায়েবে আমীর মাওলানা সেফাউল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, জেলা প্রচার সম্পাদক ও সদর উপজেলা পূর্ব আমীর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, কালিয়াকৈরে পৌরসভার আমীর ইয়াসিন আলী,কালিয়াকৈর উপজেলা আমীর বেলাল হোসাইন সরকার, শ্রীপুর উপজেলার আমীর মাওলানা নুরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আমীর মাহমুদুল হাসান সহ স্হানীয় আরো অনেক নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে ডক্টর জাহাঙ্গীর আলম বলেন দেশের মানুষ আজ খুব কষ্টে আছে, দেশের মানুষের আজকে বাক স্বাধীনতা নেই। তিনি মহান মুক্তিযুদ্বে সকল শহীদের বীরোচিত ভুমিকার জন্য সকলের আল্লাহর কাছে মর্যাদা কামনা করেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।।
২৬/০৩/২০২৩ ইং