পটুয়াখালীতে সদর ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নাম্বারটি পরিবর্তন করা হয়েছে

আপডেট: মে ৩১, ২০২৩
0

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী:

পটুয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হট লাইন মোবাইল নম্বরটি পরিবর্তন করা হয়েছে। আরেকটি নতুন নাম্বার চালু করা হয়েছে। নতুন নাম্বারটি বাংলালিংক ০১৯০১-০২৩৯৯৫। বুধবার (৩১ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এতথ্য অফিস কতৃক নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের বর্তমান মোবাইল নম্বরটি (01777-998333) গ্রামীন পহেলা জুন ২০২৩ তারিখ হইতে বন্ধ হয়ে যাবে।

তাই অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগ ও দুর্ঘটনায় ০১৯০১-০২৩৯৯৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও ও নতুন নাম্বারটি ব্যাপকভাবে প্রচার করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, এখন থেকে নতুন মোবাইল নাম্বার অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগ ও দুর্ঘটনার তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। নতুন নাম্বারটি (০১৯০১-০২৩৯৯৫) এমনটাই জানান তিনি।