পটুয়াখালী’র মির্জাগঞ্জ ইউনিয়ন উপ নির্বাচনে, আঃলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে

আপডেট: নভেম্বর ১, ২০২২
0

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমরা গাছিয়া ইউনিয়নে গত ২৮ শে নভেম্বর ২০২১ ইং তারিখ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো,সুলতান আহম্মেদের অকাল মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় আগামী ২ রা নভেম্বর চলবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন । আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে লড়াই করছেন।

আঃলীগ মনোনীত নৌকা প্রার্থী মো, শাহেদুল ইসলাম (সোহেল) এবং ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশ আন্দোলনের হাতপাখা মার্কা নিয়ে মাঠে রয়েছেন মো,মিজানুর রহমান। এবং বাকী চারজন আওয়ামী অঙ্গসংগঠন থেকে পদ বঞ্চিতরাই সতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। যার মধ্যে একজন মহিলা চেয়ারম্যান প্রার্থী মাঠে প্রতিদন্দীতা রয়েছেন।

এব্যপারে আঃলীগ মনোনীত নৌকা প্রার্থী মো,শাহেদুল ইসলাম সোহেল দৈনিক বাংলাদেশ কন্ঠ ও দৈনিক বরিশাল সমাচার প্রতিনিধিকে বলেন,নির্বাচনী প্রচার প্রচারনা শান্তিপূর্ণ ভাবেই চলছে একদল কুচক্রী মহল আমার সুনামকে খুন্ন করতে এসব অপ-প্রচার চালাচ্ছে। দলের বাহিরে যারা নির্বাচন করছে আমার ভাবতে কষ্ট হয় ঘড়ের ভিতরে ঘড় যারা তৈরি করে এরা দলের ভাল চায়না এটাই প্রমানিত হয়।

খোজনিয়ে জানা যায়,বিদ্রোহী সতন্ত্র প্রার্থীদের মধ্যে মোটরসাইকেল প্রতিক নিয়ে লড়ছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড,মোস্তাফিজুর রহমান। চশমা প্রতিক নিয়ে বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হলেন সাবেক মির্জাগঞ্জ থানা কৃষক লীগের সভাপতির স্ত্রী সেলিনা রশিদ শিরিন। আনারস প্রতিক নিয়ে লড়ছেন সাবেক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা ও বর্তমানে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো,আমিনুল ইসলাম (সোহাগ) সরদার। এবং ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন গাজী মিজানুর রহমান( মিন্টু)।

নির্বাচনী প্রচার প্রচারনা শেষে সাধারণ ভোটারদের মাঝে সুষ্ঠ নির্বাচন নিয়ে চলছে উদ্বেগ উৎকন্ঠা। ইতিমধ্যে একাধিক বিদ্রোহী সতন্ত্র প্রার্থীদের অভিযোগ রয়েছে,আওয়ামী মনোনীত নৌকা প্রার্থী মো,শাহেদুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে সত্ন্ত্র প্রার্থী এ,টি,এম মোস্তাফিজুর রহমান জানান,আমরা প্রচার প্রচারনা চালাতে পারছিনা। সরকার দলীয় নৌকা প্রার্থীর ভাড়াটিয়া পেটোয়া বাহিনী দিয়ে হামলা ও ভাংচুর চলছে প্রতিনিয়ত। শুধুতাই নয় প্রশাসনের নাকের ডগায় বসে চলছে এই অপকর্ম।

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটানিং) অফিসার ও মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত ও মৌখিক ভাবে জানানো হলেও কোন প্রকার প্রতিকার মিলছেনা। আমার সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান তিনি।

সতন্ত্র প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার উপজেলা
নির্বাচন কর্মকর্তা সাহাদাৎ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর। তাছাড়া নির্বাচনী প্রচার প্রচারনা কালীন সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। তবে কারো বিরুদ্ধে সু নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা আশা করি সকল প্রার্থী নির্বাচনী আচরন বিধি মেনে চলবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে মির্জাগর্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মো, আনোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আইন শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে। বিছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো সহিংসতার খবর পাইনি। তাছাড়া কোন প্রার্থী এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমরা গাছিয়া ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯শত ৭৩ জন। যার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৮ শত ৮৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৯০ জন।।

মু,হেলাল আহম্মে(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ