পদ্মায় স্পীডবোটের সাথে বাল্কহেডের সংঘর্ষ; ১৭ লাশ উদ্ধার

আপডেট: মে ৩, ২০২১
0
ডুবে যাওয়া স্পীডবোটের যাত্রীদের উদ্ধার চলছে। ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আজ সোমবার (০৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়। এতে যাত্রীরা সব স্পীড বোটের নিচে পড়ে যান। ভেতর থেকে কযেকজন বের হয়ে সাতরে উপরে উঠতে পারলেও অন্য সবাই ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এই নদীতে স্পীডবোটগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। যে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।