পরমানু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান বাইডেন

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১
0

গত ৫ বছর পর ফের মার্কিন যুক্তরাস্ট্র সম্মত হয়েছেন ইরানের সঙ্গে পরমানু সমঝোতা নিয়ে আলোচনার টেবিলে বসতে।

শুক্রবার বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ওয়াশিংটন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া এক বক্তৃতায় বাইডেন তার প্রশাসন এ প্রস্তুতির কথা জানান।

জার্মানি এবং জাতিসঙ্ঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া ইরানের সাথে পরমাণু সমঝোতা সই করেছিল বলে এসব দেশকে পাঁচ যোগ এক গ্রুপ বলে অভিহিত করা হয়।

পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষে এ সংক্রান্ত আলোচনায় যোগ দেয়ার প্রস্তুতি ঘোষণা করলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো দিক-নির্দেশনা বা রোড-ম্যাপ তুলে ধরতে ব্যর্থ হন জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সংক্রান্ত পাঁচ যোগ এক গ্রুপের সাথে আবার আলোচনায় বসতে তার প্রশাসন প্রস্তুত রয়েছে।