পরিবারের সদস্যদের জন্য কম ভাড়ায় ‘পুলিশ বাস সার্ভিস’ শুরু

আপডেট: মে ২৮, ২০২১
0

পুলিশ সদস্যদের কল্যাণে দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’-এর পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দফতর থেকে রংপুরের উদ্দেশে পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে গেছে। শনিবার (২৯ মে) বিকাল ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে বাসটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এই রুটে সব পর্যায়ের পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা বাস সার্ভিসের এ সেবা গ্রহণ করতে পারবেন। পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে বছরপূর্তিতে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বাহিনীর সদস্যদের কল্যাণার্থে রাজধানী ঢাকা থেকে সব বিভাগীয় শহরে চলাচলে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেন।
পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই বাস সার্ভিসের সুবিধা গ্রহণ করতে পারবেন।
শিগগিরই সব রুটে একযোগে এই সার্ভিসের বাস চলাচল শুরু হবে।