পাপুয়া নিউগিনিকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ; ২৪ / ৫ উইকেট

আপডেট: অক্টোবর ২১, ২০২১
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে পাপুয়া নিউগিনিকে চেপে ধরেছে বাংলাদেশ। ২৪ রানেই ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগাররা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ দাঁড়ায় ১৮১ রান।

জয়ের জন্য পাপুয়া নিউগিনির দরকার ১৮২ রান। এত রান তাড়া করে দলটি জিতবে, তা অনেকটাই অসম্ভব। বরং নেট রান রেট এগিয়ে থাকার জন্য বড় ব্যবধানে জেতার চেষ্টা করবে বাংলাদেশ। যত কম রানে প্রতিপক্ষকে আটকে রাখা যায়, সেই পথেই হাঁটবে টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাপুয়া নিউগিনির সংগ্রহ ৬ ওভারে ১৭।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, আর একটি করে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোহাম্মদ সাইফুদ্দিন।