পিসিবি থেকে পদত্যাগের শঙ্কা রমিজ রাজার

আপডেট: এপ্রিল ১০, ২০২২
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যূতির পর পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) থেকে রমিজ রাজার পদত্যাগের শঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পিসিবির সভাপতি রমিজ রাজা হলেন সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থা ভোটে ইমরান খানের ক্ষমতাচ্যূতির পর পিসিবি থেকে রমিজ রাজার পদত্যাগের শঙ্কা সৃষ্টি হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডেইলি জংয়ের প্রতিবেদনে বিভিন্ন গোপন সূত্রের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই গোপন সূত্রগুলো জানিয়েছে, রমিজ রাজা তার পদত্যাগের বিষয়ে তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলোচনা করেছেন। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠকের পর পিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন রমিজ।

আইসিসির সাথে মতবিনিময়ের জন্য রমিজ রাজা এখন দুবাইয়ে অবস্থান করছেন। আইসিসির সাথে সংশ্লিষ্ট ওই বৈঠকটি রোববার শেষ হবে। বিভিন্ন সূত্রের তথ্যানুসারে, ১১ এপ্রিল থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ব্যাপক পরিবর্তন আসতে পারে।

সূত্র : জিও নিউজ