প্রবীণ আর নবীনের সমন্বয়ে লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি

আপডেট: মে ৩, ২০২১
0

বান্দরবান জেলা সংবাদদাতা:
বান্দরবান জেলার লামা উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম সাবিকুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়া স্বাক্ষরিত কমিটিকে স্বাগত জানিয়েছে লামা উপজেলার সর্বস্তরের বিএনপি প্রেমী জনগণ। কমিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রবীণ নেতাদের সাথে নবীনদের অভিনব সমন্বয় ঘটেছে।

প্রায় বিশবছরের মতো সময় দায়িত্ব পালন সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন এবারের আহ্বায়ক কমিটির মুল দায়িত্বে আছেন। সাথে নিয়েছেন সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের।

দীর্ঘদিন পর নতুন কমিটিতে পদ পদবী পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সদ্য ঘোষিত লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোহা: জাকির হোসেন।১নং যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন মো: সোহরাব হোসেন ২ নং যুগ্ম আহবায়ক মো: নুরুল আলম ৩ন: সাখাওত হোসেন ৪ন: মো; পিন্টু ৫ন; সোহেল ৬ন; হুমায়ুন কবির। সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মো: মিরাজ।

কমিটির অন্যান্য সদস্য পদে আছেন : মো : নেজাম উদ্দিন, মো : মিজান, মো : জলিল, মো: আবুল হোসেন , মো: আশরাফ, মো: রিদুয়ানুল করিম, মো: মানিক, মো রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ , মো:সাইফুল ইসলাম, মো: ইয়াছিন, মো: একরামুল হক, মো: মিরাজ, মো: ইউসুফ আলী, মো:নজির, মো:কামাল উদ্দীন, মো:রাকিব, শামসুন্নহার , মো: ছরোয়ার হোসেন, মো:আব্দুল আজিজ, জান্নাত আরা বেগম, সাহাব উদ্দিন, মো:রবিউল হোসেন, মো:এরশাদ মিয়া,

৩১সদস্য বিশিষ্ট লামা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি সম্পর্কে সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সভাপতি জাকির হোসেন বলেছিলেন নতুন নেতৃত্ব তৈরি করে আগামীর স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব তাদের হাতে অর্পণ করা হবে।

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ও লামা উপজেলার সাবেক ছাত্রদল সিনিয়র সহ- সভাপতি নুরুল আলম বলেন”স্বেচ্ছাসেবক দলের কর্মীরা দেশের ক্রান্তিকালে অতন্দ্র প্রহরীর মতো ভুমিকা পালন করছে। লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী যে কোন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল অগ্রনী ভূমিকা পালন করবে”