ফকির আলমগীরের মৃত্যুতে মহিলা পরিষদের শোক

আপডেট: জুলাই ২৪, ২০২১
0

বিশিষ্ট গণসংগীত শিল্পী, একাত্তরের কন্ঠযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদের শোক বিবৃতি প্রদান করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে শোক বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারন সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে তারা বলেন , ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে এবং নব্বইয়ের সামরিক শাসন বিরোধী গণআন্দোলনের জনপ্রিয় গণসংগীত শিল্পী, ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বংশীবাদক, বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য গনসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সংগীতে বিশেষ অবদানের জন্য ফকির আলমগীর রাষ্ট্রীয় একুশে পদক, শেরে বাংলা পদক, ভাষানী পদক, বাংলা একাডেমী সম্মাননা, ফেলোশিপসহ বহু সম্মাননা প্রাপ্ত বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি সাধিত হল যা পূরণ হবার নয়। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে।