ফলোআপ গাজীপুরে কেক ও পেটিস খেয়ে শিশু দুই বোনের মৃত্যু, গ্রেফতার ৪

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩
0
ক্যাপশনঃ গাজীপুর ঃ বিষ ক্রিয়ার নিহত শিশু আশামনি (০৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড় বছর)।

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে দোকান থেকে কেক ও পেটিস খেয়ে শিশু দু’ বোনের মৃত্যু এবং তাদের ৬মাস বয়সের ফুপাতো বোন অসুস্থ্য হওয়ার ঘটনায় দোকান মালিক ও বেকারীর কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে ওই ঘটনায় নিহতদের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকার লাবু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার মিশু মিয়ার ছেলে সোহেল রানা (৪৮), একই জেলার নবীনগর উপজেলার কোনাউর গ্রামের দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪৫)। তাদের মধ্যে সাইফুল ইসলাম দোকান মালিক এবং অন্যান্যরা বেকারির কর্মকর্তা ও কর্মচারী।

জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম ও স্থানীয়রা জানান, শেরপুরের দীঘলদী গ্রামের আশরাফুল ইসলাম গাজীপুর মহানগরের সালনা এলাকার ভাড়া বাসায় থাকেন। শিশু দু’ সন্তান আশামনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তারকে (দেড় বছর) তাদের নানী মনোয়ারার কাছে রেখে স্থানীয় পোষাক কারখানায় চাকুরী করেন আশরাফুল ও তার স্ত্রী সফুরা বেগম।

গত রবিবার (২৯ জানুয়ারি) সকালে সফুরা কর্মস্থলে যান, তবে তার স্বামী বাসায় ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে দুই মেয়ের বায়না মেটাতে বাবা আশরাফুল স্থানীয় সাইফুল ইসলামের দোকান থেকে কেক ও পেটিস কিনে তাদের খেতে দেন। খাওয়ার কিছুক্ষন পরই বড় মেয়ে আশামনি বমি করতে থাকে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বড় বোনের মৃত্যুর এক ঘন্টা ব্যবধানে ছোট বোন আলিফা আক্তারও অসুস্থ্য হয়ে মারা যায়। এঘটনায় তাদের তাদের প্রতিবেশী ও ফুফাতো ভাই শিশু সিয়াম (৬ মাস) অসুস্থ্য হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তবে একই সময়ে তাদের সঙ্গে অপর এক শিশু আলপনা আক্তার (১২) কেক খেলেও তার কিছুই হয়নি।

ওসি জিয়াউল ইসলাম আরো জানান, নিহত দুই বোনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এঘটনায় সোমবার দুপুরে নিহতদের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওইদিন রাতেই অভিযান চালিয়ে দোকান মালিক ও বেকারির কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়। পুলিশ পারিবারিক কলহ ও পূর্বশত্রুতা এবং খাদ্যে বিষক্রিয়ার উৎসসহ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত করছে। তবে প্রকৃত ঘটনা নির্ণয়ের জন্য কিছুটা সময় লাগবে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাফি মোহাইমেন বলেন, ময়না তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে।

###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
৩১/০১/২০২৩ ইং।