ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ বিশ্বের বিভিন্ন দেশে দেশে,অংশ নেয় বাংলাদেশিরাও

আপডেট: মে ১৭, ২০২১
0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
প্রত্যেক দেশের জনগণ ও অন্যান্য দেশের প্রবাসীদের সঙ্গে বাংলাদেশিরাও এতে অংশ নেন।

বিপুলসংখ্যক নারী ও নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নিয়েছে দেশে দেশে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশে হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীদের ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন ধরনের হাতের লেখা প্লাকার্ড নিয়ে সংহতি জানাতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে ইসরায়েলি বাহিনীর অবৈধ ও অমানবিক আচরণ এবং হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থন জানিয়েছেন।

এমনকি, তারা আল-আকসা মসজিদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন বলে ঘোষণাও দেন। তারা গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন। ইসরাইলিদের নৃশংসতায় রক্তাক্ত ফিলিস্তিন। প্রতি মূহূর্তে খবর আসছে মৃত্যুর। বোমারু বিমানের আঘাতে গাজা এখন শোকের জনপদ। ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। অব্যাহত রেখেছে প্রতিবাদ, বিক্ষোভ। সে প্রতিবাদে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা।