ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম

আপডেট: মে ২৮, ২০২১
0
file photo


-এস এম হৃদয় রহমান

ফিলিস্তিনের বাতাসে বারুদের গন্ধ,
ইসরাইলি হিংসার ধোয়ায় আচ্ছন্ন ফিলিস্তিনের শান্তির নীল আকাশ।
শিশু ছেলে মেয়েগুলোও যুদ্ধের ময়দানে,
যে বয়সটি বই পড়বার সে বয়সে তাদের হাতে স্বাধীনতার অস্ত্র!
বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি ছোট বাচ্চারাও দেখে স্বাধীনতার স্বপ্ন।
ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের বুকে,
স্বাধীনতা আসবে, একদিন ইসরাইলি নিষ্ঠুরতার সব শিকল ভাঙবে।
প্রতিটি মানুষের চোখে স্বাধীনতার স্বপ্ন,
‘ফিলিস্তিনের স্বাধীনতা’ শুধু দুটি শব্দ নয়, অনেক আকাঙ্খার স্বপ্ন।
বুকের রক্ত ঝরিয়ে জীবন দেয়া শহীদদের স্বপ্ন।
ফিলিস্তিনীদের বড় আকাঙ্খার স্বাধীনতা,
এ যেন মানবাধিকারের স্বাধীনতা।
হিংস্র জল্লাদ ইসরাইলের থাবা থেকে মুক্ত হওয়ার তীব্র আকাঙ্খা।
ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, আসবে চূড়ান্ত বিজয়।
ফিলিস্তিনের স্বাধীন ভূমি আর পতাকায় হবে মানবাধিকারের জয় !
সংগ্রাম ! সংগ্রাম ! সংগ্রাম!
এ যে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম!
মুসলিম ভ্রাতৃত্বের জেগে ওঠার সংগ্রাম।

তারিখ : ২৭ মে ২০২১ ইংরেজী।