ফিলিস্তিনে ইসরাইলি ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসঙ্ঘ নীরব দর্শক : ডাঃ ইরান

আপডেট: মে ২১, ২০২১
0

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের বেপরোয়া ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসঙ্ঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গাজায় বিমান হামলা চালিয়ে শত শত বাড়িঘর ধ্বংস, নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যা করছে বিশ্ব সন্ত্রাসী ইসরাইল। ইসরাইলী বর্ববরতা বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পর্যন্ত প্রকাশ করতে পরেনি জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের এ ব্যর্থতা লজ্জাজনক। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ওআইসিও কার্যকর কোন ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় অসহায় ফিলিস্তিনি জনগণের পক্ষে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইহুদীবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে ভুমিকা রাখার আহবান জানিয়ে ডাঃ ইরান বলেন, বিগত ১৫ দিন যাবৎ বিমান হামলা চালিয়ে গাজায় নারী শিশুসহ কয়েক শত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। শত শত বাড়ী ধ্বংস করে দেয়া হয়েছে। মিডিয়া হাউজ, হাসপাতাল, শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। তাই বিশে^র সকল মানবতাবাদী মানুষকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আজ (শুক্রবার) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্রমিশনের জেলা ও মহানগর নেতাদের সাথে ভার্চুয়াল আলোচনায় একথা বলেন।

ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে সভায় আলোচনা অংশ নেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ, বরিশাল মহানগর আহবায়ক নাজমুল ইসলাম, সিলেট মহানগর আহবায়ক আহসান হাবিব তুহিন, রাজশাহী মহানগর আহবায়ক মোস্তাক আহমেদ ও চট্টগ্রাম আহবায়ক এস এম ফয়সল মাহমুদ প্রমুখ।