ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২২
0

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় আবারো উঠল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। মার্কিন সাময়িকী ফোর্বসের করা ২০২২ সালের ‘বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর’ তালিকায় ৪২তম স্থানে রয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠল শেখ হাসিনার।

ফোর্বসের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। গত বছর ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। অর্থাৎ এবার ১ ধাপ এগিয়েছেন তিনি।

মার্কিন সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সবশেষ ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ২৮৮ আসন পেয়ে ক্ষমতায় আসে তার দল আওয়ামী লীগ। এরপর টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

ফোর্বসের এ তালিকায় সবচেয়ে ক্ষমতাবান নারী নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন।