বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট: মার্চ ১৭, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে ছিল পুষ্পস্ববক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুরু সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানান। এর পর ফুল দিয়ে শ্রদ্ধাজানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন।
পরে উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াজ উদ্দিন কাজী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী। উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জিকরুর রহমান, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমবায় কর্মকর্তা নাহিদা সুলতানা শিমুল, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধান, সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, কলেজের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।