বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে খাগড়াছড়িতে বিএনসিসির বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি,মাস্ক ও লিপলেট বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএনসিসির স্বেচ্ছা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বরে স্বেচ্ছা সেবা কার্যক্রমের অংশ হিসেবে মেজর মো. শরীফুজ্জামান (১১ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট) নেতৃত্বে করোনা প্রতিরোধে মুক্ত মঞ্চের সামনে মাস্ক ও লিপলেট বিতরণ ও র‌্যালি করে। পরে পৌরসভার ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রামের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লে: কর্ণেল কামরুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর এম সালাউদ্দিন,খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ জন, ফটিকছড়ি ডিগ্রী কলেজ এর ১৩ জন, নাজিরহাট বিশ্ববিদ্যালয়ের ১২ জন, নানুপুর লায়লা কবির কলেজ এর ১০ জন ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন বিএনসিসির ক্যাডেট অংশ নেয়।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি