বঙ্গবন্ধু রাজনৈতিক দুরদর্শীতার পাশাপাশি মেধা-মননে সাহিত্যকে ধারণ করতেন

আপডেট: মার্চ ১৯, ২০২১
0

রাউজান সাহিত্য পরিষদের সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বরেণ্য এক মহানায়ক। বঙ্গবন্ধু রাজনৈতিক দুরদর্শীতার পাশাপাশি মেধা-মননে সাহিত্যকে ধারণ করতেন। সাহিত্য সংস্কৃতির প্রতি বঙ্গবন্ধুর অনুরাগ ছিল সর্বজনবিদিত।

যারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনীর অনন্য দলিলগুলো লিপিবদ্ধ করেছেন শব্দের সুনিপুন যাদুতে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পাইওনিয়র হাসপাতালে ব্যবস্থাপনা সম্পাদক শুভময় দাশ রাজু। সাধারন সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি স ম জাফর উল্লাহ, রাউজান টাইমস২৪.কম ও প্রিয় কাগজ এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সংগঠক আহমেদ সৈয়দ, রবীন্দ্র শিল্পী পলাশ মজুমদার, সাংবাদিক শাহেদুর রহমান মোরশেদ, ব্যাংকার নাজিম উদ্দীন, লেখক এডভোকেট রোকনুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, শিক্ষক শেখর ঘোষ আপন, কবি এম সাইমন, কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, সাংবাদিক আরফাত হোসাইন, শিক্ষক শিব নারায়ণ চৌধুরী, বিটু দে, সেনা সদস্য পুলক বড়ুয়া, সাংবাদিক সোহেল রানা, রাউজান টাইমস প্রতিবেদক মোঃ রায়হান, মোঃ তানভীর প্রমুখ।