বড় সংগ্রহের পথে বাংলাদেশ, ২০০ ছোঁয়ার হাতছানি

আপডেট: মার্চ ২৭, ২০২৩
0

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন লিটন দাস ও রনি তালুকদার। বিধ্বংসী হয়ে উঠেন দু’জনেই, পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৮১ রান তোলে বাংলাদেশ। প্রথম উইকেটের পতন হয় ৭.১ ওভারে দলীয় ৯১ রানে। ৪ চার আর ৩ ছক্কায় ২৩ বলে ৪৭ রান করে ফেরেন লিটন দাস।

লিটন অর্ধশতকের আক্ষেপে পুড়লেও ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন রনি তালুকদার। মাত্র ২৪ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। তবে বড় হয়নি দ্বিতীয় উইকেট জুটি, ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ফিরেন নাজমুল হোসেন শান্ত। তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন হ্যারি টেক্টর, আউট হবার আগে করেছেন ১৩ বলে ১৪ রান।

১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেটে ১৪৬ রান। রনি ৩৫ বলে ৬২ ও শামিম পাটোয়ারী অপরাজিত আছেন ৭ বলে ১৩ রানে।