বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে চট্ট্রগ্রামে পাঁচদিন ব্যাপী সিএমএসএমই মেলা উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১
0

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে চট্টগ্রামে আগ্রাবাদ হোটেলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ার-২০২১’ শীর্ষক এক মেলা। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে এর আয়োজন করেছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

সকালে এ মেলার উদ্বোধন করেন উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক। এ সময় উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক।

স্বাস্থ্য বিধি মেনে এ মেলার সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে ৩৫টি স্টল রয়েছে। এছাড়াও ৩ টি সেমিনার, বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন ডে উদযাপন, সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গনে। মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তাফা, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক হোমায়রা মোস্তাফা সোহানী।