বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে দু’দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: মে ২৪, ২০২২
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ নিবন্ধক (কাজী),ইমাম ও পুরোহিতদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

মহিলা ও শিশু উন্নয়ন উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সহায়তায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ ও তালাক রেজিষ্টার (কাজী) ও ইমাম-পুরোহিতদের ভূমিকা শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,ডা. সাগর,ইউডিএফ সুশান্ত কুমার বিশ্বাস,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত এবং নিকাহ্ ও তালাক রেজিষ্টাররা (কাজী) উপস্থিত ছিলেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.২৪-০৫-২০২২ইং