বানারীপাড়ায় ছাত্রলীগ সম্পাদকের হামলায় ইট ভাটার চার শ্রমিক আহত

আপডেট: মার্চ ২১, ২০২২
0

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায়
উপজেলার বাইশারী এমটিভি ব্রিক ফিল্ডের মালিক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের হামলায় ইট ভাটার চার শ্রমিক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করেছে।
আহতরা হলো, ইট ভাটা শ্রমিক মোঃ সাজিদ মীর, মোঃ ইলিয়াস মীর, ইউসুফ মীর এবং মোঃ জুয়েল হাওলাদার। এ ব্যাপারে
ইট ভাটার শ্রমিক আহত মোঃ সাজিদ মীর বাদী হয়ে বানারীপাড়া থানায় ২১ মার্চ সোমবার বিকেলে অভিযোগ দায়ের করে। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে এমটিভি ব্রিক ফিল্ডের মালিক বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার ইট তৈরির কাজ খারাপ হওয়ায় সাজিদ মীরসহ শ্রমিকদের ডেকে নিয়ে এলোপাথাড়ি মারধর। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।
এ ব্যপারে এমটিভি ব্রিক ফিল্ডের মালিক ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান আলী হাওলাদার বলেন, ওদের সাথে কথাকাটির এক পর্যয়ে কয়েকটা চরথাপ্পর দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্তের জন্য ওসি (তদন্ত) মোঃ জাফর আহম্মদকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,
বানারীপাড়া, বরিশাল
তারিখ: ২১-০৩-২০২২ইং