বানারীপাড়ায় নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় বখাটেকে মোবাইল কোর্টে ১ বছরের জেল

আপডেট: মে ২৫, ২০২১
0

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহারে পথেঘাটে এক এনজিও কর্মীকে (২২) উত্ত্যক্ত করার অভিযোগে সুজন রায় (২৩) নামের এক বখাটেকে আটক করে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। ২৪মে সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান ও স্বপন চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশ উপজেলার ইলুহার ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার রাস্তায় ওই এনজিও কর্মীকে উত্ত্যক্ত করার সময় বখাটে সুজন রায়কে আটক করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিনকে জানালে তিনি বিষয়টি আমলে নিয়ে ১৮৬০ সালের ৫০৯ ধারায় পরে আটককৃত সুজনকে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সুজন রায় ওই এলাকার সত্যরঞ্জন রায়ের ছেলে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান দীর্ঘদিন ধরে ওই নারী এনজিও কর্মীকে বখাটে সুজন পথেঘাটে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মোবাইল কোর্টে এক বছরের সাজা দেওয়ার পরে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে। ###
রাহাদ সুমন,বানারীপাড়া