বানারীপাড়ায় লোকনাথ মন্দিরের নেতা দীপক কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় লোকনাথ মন্দির কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় হরিসভা এবং সার্বজনিন মন্দিরের নেতা দীপক কর্মকারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় তিনি বলেন দীপক তার কর্মের মাধ্যমে অনন্তকাল মানুষের হৃদয়ে জ্বল জ্বল করে জ্বলে থাকবে।
বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডুর সভাপতিত্বে ও শ্রী গুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমের প্রচার সম্পাদক ভক্ত কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস প্রমুখ। এছাড়াও স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন লোকনাথ মন্দিরের সভাপতি আশিষ কুন্ডু ছনু,
উপজেলা শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক তাপস সাহা, কাপড় ব্যবসায়ী জহর সাহা
,প্রয়াত দীপক কর্মকারের বড় ভাই কমল কর্মকার, দীপকের শুভার্থী কামাল খান প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক রুহুল আমিন চৌধুরী, বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফীঅধ্যাপক কৃষ্ণ বনিক
বানারীপাড়া পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক
যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,বর্তমান
সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ। প্রসঙ্গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে
কাঠালিয়া উপজেলার আমুয়ায় শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে দীপক কর্মকার (৪২) পরলোকগমণ করেন। রোববার দুপুরে বানারীপাড়ার কেন্দ্রীয় শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
###
রাহাদ সুমন,বানারীপাড়া