বানারীপাড়ায় সাবেক হুইপ বিএনপি নেতা জামালের মৃত্যুবার্ষিকীর দোয়ানুষ্ঠানে মানুষের ঢল

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামে প্রয়াত এ নেতার প্রতিষ্ঠিত নিজ বাড়ির জামে মসজিদ ও উঠানে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম ইকবাল,পৌরসভার মেয়র আ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা চারদলীয় জোটের সাবেক সভাপতি সৈয়দ আফতাব হোসেন মোফাক্কের,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম,সাবেক সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ সালেক,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট এসএম ফিরোজ ,উদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাহাদ আহম্মেদ ননী,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা,বাইশারীর সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ,ইলুহারের সাবেক ইউপি চেয়ারম্যান এসএম কালাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি জাকির হোসেন,ইলিয়াস শেখ ও প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ডাকুয়াসহ দলমত-শ্রেণী পেশা নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামারের কনিষ্ঠ তনয় ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ দোয়া-মিলাদে নারী-পুরুষ সর্বস্তরের মানুষের ঢল দেখে তার পিতার প্রতি এলাকাবাসীর এ অকুণ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশে আবেগআপ্লুত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া চান। তার আবেগঘন অশ্রুসজল বক্তৃতা শুনে ও প্রয়াত নেতার কথা স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে বৃহস্পতিবার বিকালে ঢাকার আজিমপুর গোরস্থানে সৈয়দ শহিদুল হক জামালের কবরে পুষ্পার্ঘ অর্পণ,জিয়ারত,ফাতেহাপাঠ এবং বাদ জোহর হলিফ্যামিলি হাসপাতাল,মগবাজার চৌরাস্তা ও বাজার রেলগেট জামে মসজিদ ও একই দিন বাদ আসর ক্যান্টমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়া ১৯ মার্চ শুক্রবার বাদ জুমা হাইকোর্ট মাজার জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ ছিলেন। ###