বানারীপাড়ায় সৌদি প্রবাসীকে গলা কেটে হত্যার হুমকি হুমকিদাতারা জাসদ নেতা হত্যা মামলার আসামী

আপডেট: এপ্রিল ১০, ২০২১
0

বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাহেদ হোসেন মোল্লা নামের এক সৌদি প্রবাসীকে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ৮ ও ১০ এপ্রিল ওই প্রবাসী বাদী হয়ে সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ.সালাম হাওলাদার,তার ভাই মো. হালিম হাওলাদার ও ছেলে ফিরোজ হাওলাদার ও ভাইয়ের ছেলে রঞ্জু হাওলাদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী করেছেন। জিডি সুত্রে জানা গেছে, উপজেলার চাখার বাসস্ট্যান্ড সংলগ্ন সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে সৌদি প্রবাসী ও চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জাহেদ হোসেন মোল্লা একটি ৫ তলা বিশিষ্ট বসত বিল্ডিং নির্মাণ করেন। ওই বিল্ডিংয়ের পাশেই আওয়ামী লীগ নেতা আ. সালাম হাওলাদারের স্ব-মিল। রাস্তার ওপর স্ব-মিলের গাছের গুড়ি রাখার কারনে জাহেদ হোসেন মোল্লার পরিবারসহ সাধারণ জনগনের চলাচলে বিঘœতার সৃষ্টি হয়। বিষয়টি প্রবাসী জাহেদ হোসেন মোল্লা স্ব-মিল মালিক আ.সালাম হাওলাদারকে বার বার বলার পরেও তাতে তিনি কর্নপাত করেন নি। বরং ক্ষিপ্ত হয়ে রাস্তার ওপর উল্টো আরও বেশী করে গাছের গুড়ি রাখা হয়। ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহেদ হোসেন মোল্লাকে চাখার বাসস্ট্যান্ডে পেয়ে আসামীরা অকথ্য ভাষায় গালাগাল ও গলা কেটে হত্যার হুমকি দেয় বলে তিনি জিডিতে উল্লেখ করেন। ওই দিন রাতেই তিনি থানায় সাধারণ ডায়েরী করেন। এদিকে থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে ১০ এপ্রিল দুপুরে আ. সালাম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার তাকে গালাগাল ও নানা ধরণের হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি মারতে তেড়ে যায় বলে জাহেদ হোসেন মোল্লা অভিযোগ করে ওই দিন সন্ধ্যায় থানায় আরও একটি সাধারণ ডায়েরী করেন। সৌদি প্রবাসী জাহেদ হোসেন মোল্লা বলেন আসামীরা উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলার চার্জশীট ভূক্ত আসামী। তাদের যেহেতেু পূর্বে মানুষ খুন করার অভ্যাস রয়েছে সেহেতু পরিবার পরিজন নিয়ে আমি জীবনের নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। ###
রাহাদ সুমন,বানারীপাড়া