বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো ২ অনলাইন এক্টিভিস্ট আটক

আপডেট: এপ্রিল ২০, ২০২১
0

বান্দরবান জেলা সংবাদদাতা:
সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন জেলখানায় যাওয়ার মাধ্যম হয়ে গেছে। সম্প্রতি লকডাউন বিরোধী পোস্ট করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন বান্দরবান জেলার জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট, জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব উমর ফারুক জিহাদ।১৮ই এপ্রিল রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই যুবক। যাদের একজন হেফাজত কর্মী অন্যজন শিবির কর্মী বলে জানা গেছে। রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দুইজনকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

রবিবার (১৮ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী ও সদর ইউনিয়নের চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার করছিল।

আটকের পর তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাষ্ট্রবিরোধী অপপ্রচার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
আটককৃতরা হলো বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে এইচ এম হামিদ মাদানি (২৭) ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে অলি আহাম্মেদ (২৬)।