বামনায় বসত ভিটার জমি দখল করে অবৈধ রাস্তা নির্মানের অভিযোগ

আপডেট: মে ১০, ২০২৩
0

বরগুনা প্রতিনিধি :

বরগুনা বামনা উপজেলা সদরের মধ্যে আমতলীতে বসত ভিটার জমি দখল করে অবৈধ ভাবে রাস্তা নির্মানের অভিযোগ রয়েছে। আজ বুধবার দুপুরে জোরপূর্বক এ রাস্তা অবৈধ ভাবে রাস্তা নির্মান করেন প্রতিপক্ষ মোখলেস গং।
পরে ওসির নির্দেশে থানা পুলিশের সহযোগিতায় শালিক বৈঠকের প্রস্তাবের আগেই তারা অবৈধভাবে এ রাস্তা তৈরির চেষ্টা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর আইউব আলী,আশ্রাব আলী,শাহাব আলী,হিম্মত আলী, আলী,হযরত আলী ও মহব্বত আলী গংদের ওয়ারিশর মালিকানা জমা-জমির বসত ভিটার জমি জোর পূর্বক ক্ষমতা দাপট দেখিয়ে রাস্তা নির্মান করেছে একই গ্রামের মোখলেস, নয়া মিয়া, মিলন বয়াতি,শাহজাহান,শামসু,কবিরসহ ২০/২৫ জনের একদল এ রাস্তা নির্মান করেন।
সাহাব আলী গাজী অভিযোগ করে বলেন, স্থানীয় শালিসদের মোটা অংকের টাকা বিনিময়ে ম্যানেজ করে পক্ষপাতি করে এ জমি থেকে রাস্তা নির্মানের সহযোগিতা করার অভিযোগ করেন।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লেখিত অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি। স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বিরোধের মিমাংসা করা হবে।