বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২
0

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সকল রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্যে দিয়ে রাজপথে যুগপৎভাবে নামছে সমমনা দলগুলো। যুগপৎভাবে প্রথম কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের ব্যাপারে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য জোনায়েদ সাকি বলেন, যুগপৎ আন্দোলের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণার ব্যাপারে আমরা আলোচনা করেছি। খুব দ্রুত এটা চূড়ান্ত করে সামনের যুগপৎ আন্দোলন এগিয়ে নেয়া হবে। ৩০ ডিসেম্বর যার যার অবস্থান থেকে কর্মসূচি পালিত হবে। পরবর্তী কর্মসূচিও সেখান থেকে ঘোষণা হবে।

এর আগে মঙ্গলবার গুলশানে ১২-দলীয় জোট ও ৭-দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি।

বিএনপির লিয়াজোঁ কমিটিতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো: শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম আলাল।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটিতে রয়েছেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম এবং গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।