বিএনপি থেকে বেরিয়ে আসার পুরষ্কার : ৩ জমিয়ত নেতার কারামুক্তি

আপডেট: জুলাই ২১, ২০২১
0

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে আসা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিন কেন্দ্রীয় নেতা। গত রোববার তারা জামিনে মুক্তি পান।

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী এ তথ্য জানিয়েছেন।
গত রোববার জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ জামি, ছাত্র জমিয়তের নেতা আবদুল্লাহ আল মামুন জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, গত ১৪ ই জুলাই বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংশ্লিষ্টরা এমনটি মনে করছেন, বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার পুরষ্কার হিসেবে এই তিন নেতাকে কারামুক্তি দিয়েছে সরকার।
গত ১৪ জুলাই জমিয়তের জোট ছাড়ার ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে এই মর্মে অভিযোগ করা হয়েছিল যে,
সরকার তাদের জোট ভাঙার ক্ষেত্রে কলকাঠি নাড়ছে।