বিএফইউজের প্রত্যাখ্যান : `প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন সাংবাদিকদের অধিকার হরণের নয়া কালাকুনন’

আপডেট: জানুয়ারি ১২, ২০২২
0
Bfuj -duj

প্রস্তাবিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইনকে সুরক্ষার মোড়কে নতুন ‘কালাকানুন’ এবং পুরোপুরি গণমাধ্যমকর্মীদের স্বার্থ পরিপন্থী অভিহিত করে সেটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী পরিষদ।

বিএফইউজে বলেছে, প্রস্তাবিত এ আইন গণমাধ্যমকর্মীদের অধিকার হরণ ও বিদ্যমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অপকৌশল। এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আইনটি সংশোধনের দাবি জানানো হয়েছে।

আজ বুধবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এ ধরনের একটি আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার সাংবাদিক সংগঠনের সাথে আলোচনা কিংবা কোনো মতামত না নিয়ে একতরফা আইন পাসের উদ্যোগ নিয়েছে।

প্রস্তাবিত আইনে সাংবাদিকদের অনেক সুযোগ-সুবিধা যেমন কাটছাঁট করা হয়েছে, তেমনি চাকুরির নিরাপত্তাকে ঠুনকো করা হয়েছে। এ আইন পাস হলে সাংবাদিকদের অধিকার কেবল হরণ হবে না, একই সঙ্গে আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হবে। এই আইনটির ফলে সাংবাদিকরা ট্রেড ইউনিয়ন করার অধিকার হারাবেন এবং শ্রম আইনের সুবিধা থেকে বঞ্চিত হবার সুযোগ তৈরি করে দিবে।

সভায় সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠনের মতামত নিয়ে আইনটি যুগোপযোগী ও গণমাধ্যমকর্মীবান্ধব করার দাবি জানানো হয়েছে।

বিএফইউজের সভাপতি এম. আবদুল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব নুরুল আমিন রোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেন, সহকারি মহাসচিব সহীদুল্লাহ মিয়াজী ও শফিউল আলম দোলন, কোষাধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বাশার, সাংগঠিনক সম্পাদক খুরশীদ আলম, দফতর সম্পাদক তোফায়েল হোসেন, নির্বাহী সদস্য শামসুদ্দিন হারুন, এ কে এম মহসীন, আব্দুস সেলিম, জাকির হোসেন প্রমুখ।