বিতর্কিত সীমান্তে সেনা প্রত্যাহারের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে ভারত

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২১
0

বিতর্কিত সীমান্তে এক মাস ব্যাপী অচলাবস্থার পর বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত ও চীন পশ্চিম হিমালয়ের একটি তিক্ত বিতর্কিত হ্রদ এলাকা থেকে সৈন্য বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছে।

রাজনাথ সিং সংসদে বলেন, সামরিক কমান্ডার এবং কূটনীতিকদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনার পর এই চুক্তি হয়েছে।

তিনি বলেন, “চীনের সাথে আমাদের লাগাতার আলোচনার ফলে পাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীরে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে চুক্তি হয়েছে।”