বিদ্যুতের লোডশেডিং এর জন্য গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুঃখ প্রকাশ

আপডেট: জুলাই ৬, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বর্তমান সময়ে বিদ্যুতের লোডশেডিং এর দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি সাময়িক সময়ের জন্য অনাকাঙ্খিত বিদ্যুৎ বিভ্রাটের বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈয্য ধরে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় গাজীপুরে সাময়িক সময়ের জন্য লোডশেডিং হচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও জ্বালানি ঘাটতি হচ্ছে। ফলে বর্তমান সময়ে জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই বিদ্যুতের এ সমস্যার সমাধান হবে।
###
মোঃ রেজাউল বারী বাবুল