বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি ও শ্রমে নারীর অংশগ্রহণের হার উৎসাহজনক নয়–জেনারেশন ইকুয়ালিটি ফোরাম

আপডেট: জুলাই ৩, ২০২১
0

বিশ্বব্যাপী জেন্ডার সমতা ত্বরান্বিত করার লক্ষ্যে ৩০ জুন থেকে ২ জুলাই ফ্রান্সের প্যারিসে জেনারেশন ইকুয়ালিটি ফোরামের অধিবেশন অনলাইনে অনুষ্ঠিত হয় । আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের পর থেকে এই ইভেন্টটি লিঙ্গ সমতার জন্য সর্বাধিক উল্লেখযোগ্য আন্তর্জাতিক সম্মেলন হিসাবে চিহ্নিত। নাগরিক সমাজ ও যুবসমাজের অংশীদারিত্বে এই ফোরামে সভাপতিত্ব করে ফ্রান্স ও মেক্সিকো

। ইউএনএন উইমেন এই ফোরামের আহ্বায়ক (লিংক -১)। ফোরামের উদ্বোধন করেন ফ্রান্সের রাষ্ট্রপতি এবং ফোরামটির সহ-আয়োজক এমানুয়েল ম্যাক্রন; মেক্সিকোয় রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল ল্যাপেজ ওব্রেডর; পাশাপাশি জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস এবং ফোরামের আহ্বায়ক ও ইউএন এর নির্বাহী পরিচালক ফুলজিল মেলাম্বো-এনগকুকা । সর্বাধিক প্রতিনিধির অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, কেনিয়ার রাষ্ট্রপতি, উহুরু কেনিয়াট্টা, নোবেল বিজয়ী নাদিয়া মুরাদ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, এবং তিউনিসিয়ার নারীবাদী আয়া চেবি।

জেনারেশন ইকুয়ালিটি ফোরামে ২০২৬ সালের মধ্যে জেন্ডার সমতা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ বছরের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বিভিন্ন
দেশের সরকার, জনহিতকরমূলক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুব সংগঠন এবং বেসরকারীসংস্থার প্রতিনিধিসহ সকলে জেন্ডার সমতার লক্ষ্যে গৃহীত নীতি কর্মসূচির বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

অধিবেশনে ফোরামের ৭টি থিমের উপর প্যানেলভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। থিমগুলো হলো: 1.GLOBAL ACCELERATION PLAN FOR GENDER EQUALITY;2.GENERATION EQUALITY:JOINING FORCES

Events at the intersection of the fight for Gender Equality and other types of activism;3.VOICES OF FEMINIST YOUTH
Events run by and for Young;4.EVERYONE ACTS FOR EQUAL
Events highlighting the commitments of all stakeholders for Gender Equality;5.DRIVERS FOR CHANGE,Focus on innovative initiatives for Gender Equality; 6.A FEMINIST RESPONSE:Events focusing on initiatives to respond to the Covid-19 crisis, for and by women and girls; 7.GENERATION EQUALITY FORUM: GLOBAL CONVERSATION AND REGIONAL DYNAMICS Intra-Regional conversations around Gender Equality

গত ২ জুলাই বাংলাদেশ সময় রাত ১১:০০ টায় অনুষ্ঠিত ফোরামের সমাপনী অনুষ্ঠানে উপস্থাপিত সাহসী, বাস্তবমুখী ও কর্ম-ভিত্তিক এজেন্ডা বাস্তবায়নে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ নিশ্চিত করার কথা বলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছাড়াও দু’দিনের প্যানেল আলোচনার মাধ্যমে জেন্ডার সমতার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কর্তৃক বিশদভাবে প্রতিশ্রুতিসমূহ উপস্থাপিত হয় (সংযুক্তি-২)।পাশাপাশি সমাপনী অনুষ্ঠানে ২০২৬ সালের মধ্যে জেন্ডার সমতা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ বছরের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। বিভিন্ন দেশের সরকার প্রধান, জনহিতকরমূলক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুব সংগঠন এবং বেসরকারীসংস্থার প্রতিনিধিসহ প্রায় ৫০,০০০ হাজার অংশগ্রহণকারী ফোরামে যুক্ত হন।

উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে অনুষ্ঠিত এই ফোরামে অনলাইনের মাধ্যমে যুক্ত হন। এসময় তিনি ফোরাম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৯৫ সনে বেইজিং সম্মেলনের মাধ্যমে নানা সূদুরপ্রসারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখনো অনেক প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি। বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি ও শ্রমে নারীর অংশগ্রহণের হার উৎসাহজনক নয়, মাত্র ২৫% সংসদ সদস্য নারী। বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। এসময় তিনি নারীদের প্রযুক্তিগত দক্ষতাবৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের গ্হীত নানা কর্মসূচির উল্রেখ করে বলেন ২০৪১ সনের মধ্যে আইসিটি তে নারীর অংশগ্রহণ ৫০% বৃদ্ধি করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ ।

বাংলাদেশ মহিলা পরিষদ শুরু থেকেই জেনারেশন ইকুয়ালিটি ফোরামের সাথে যুক্ত আছে। ৩দিনের এই অনলাইন ফোরামে যুক্ত হতে সংগঠনের কেন্দ্র ও জেলা থেকে প্রায় ৬৬ জন অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন এবং বেশিরভাগ প্রতিনিধি এই ফোরামে অংশগ্রহণ করেন, যাদের অধিকাংশই তরুণ প্রজন্মের।