বেগম জিয়া তত্ত্বাবধায়ক দিতে পারলে শেখ হাসিনা পারবে না কেন —আজম খান

আপডেট: এপ্রিল ১, ২০২৩
0

গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

চোরেরা চুরি করবে মানুষ তা বলতে পারবে না,
এমন সরকার জনগণ চায় না ঃ শিরিন সুলতানা

স্টাফ রিপোর্টার,গাজীপুর।।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে শনিবার গাজীপুর জেলা ও মহানগর বিএনপি পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল ১১টায় নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, স্বাধীনতার ৫২ বছরে পা দিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি একটি ভঙ্গুর বাংলাদেশ. দুর্ভিক্ষের বাংলাদেশ। দেশে বিচার ব্যবস্থা নেই, শাসন নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। দেশ আজ এক মহা সংকটে। তিনি প্রশ্ন রেখে বলেন, ৯৬ সালে বেগম খালেদা জিয়া সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার দিতে পারলে শেখ হাসিনা কেন দিতে পারবে না। সংবিধানের দোহাই দিয়ে এ সরকার সহিংসতা উস্কে দিচ্ছে।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, জেলা বিএনপি নেতা ডা. সফিকুল ইসলাম, ভিপি মো. হেলাল উদ্দিন, ভিপি আ. ন. ম ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, জেলা যুবদলের সভাপতি মো. আতাউর রহমান মোল্লা, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

চোরেরা চুরি করবে মানুষ তা বলতে পারবে না,
এমন সরকার জনগণ চায় না ঃ শিরিন সুলতানা

এদিকে একই স্থানে বেলা ২টায় মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, মানুষ খেতে পারছে না, অথচ এ সরকার মানুষের খাওয়া নিয়ে, দারিদ্রতা নিয়ে তামাশা করছে। যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় করতে হবে। সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘খাদ্যের স্বাধীনতা চাই’ এটা কি মিথ্য কথা ? অথচ এ সত্য কথা পত্রিকায় তুলে ধরার কারণে প্রথম আলোর সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। চোরেরা চুরি করবে সাধারণ মানুষ তা বলতে পারবে না, এমন সরকার জনগণ চায় না।
মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম ও সুরুজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, সাইফুল ইসলাম টুটুল, প্রভাষক বসির উদ্দিন, আব্দুর রহিম মাতাব্বর, বাবুল হোসেন, শাহাদাত হোসেন শাহীন, আবুল কাশেম খান, খাদিজা আক্তার বীণা, খোকন বিশ্বাস, শওকত বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন,
বিএনপি নেতা আহমেদ আলী রুশদি, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সরকার জাবেদ আহমেদ সুমন, আনোয়ারা বেগম, মোঃ আব্দুর রহিম খান কালা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শফিউদ্দিন শফী, সাজেদুল ইসলাম, তানভীর সিরাজ, মনিরুল ইসলাম বাবুল, আক্তার হোসেন, আসাদুজ্জামান নূর, আতাউর রহমান, মইজুদ্দিন তালুকদার, তাঁতি দল নেতা তাইজুল ইসলাম, আবুল কাশেম, মোস্তফা জামাল খোকন, খোকন বিশ্বাস, জিল্লুর রহমান মাসুম, শওকত বাবু, রুহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান রাজুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
###
মোঃ রেজউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার,গাজীপুর।
০১-০৪-২০২৩ইং