বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি সরকারের মিথ্যাচারের নিকৃষ্ট উদাহরণ– বিএনপি

আপডেট: নভেম্বর ১, ২০২১
0

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের নিকৃষ্ট উদাহরণ। ইতিপূর্বেও অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন বৃদ্ধির দাবী এবং তাকে সমর্থনের জন্য বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচার দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলীক চিত্র তৈরী করা হয়েছে বলে মতামত প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপি বলেছে ,’আইএমএফ এর হিসাব মতে বাংলাদেশে জুন ২০২১ এর শেষ দিকে ৪০ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা উল্লেখ করা হয়েছে সরকার তা ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে। ‘

শনিবার রাত ৮টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ মতামত প্রদান করেছেন বিএনপির নেতারা । সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন ,ব্যরিস্টার জমির উদ্দিন সরকার , মির্জা আব্বাস
বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান , নজরুল ইসলাম খান , মহসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান
এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ।

সভায় সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রমে পুলিশের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করে সরকার গণতন্ত্রের পরিবেশকে একেবারেই সংকুচিত করছে এবং বহুদলীয় গণতন্ত্রের সকল পথ বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার নীল নকশা বাস্তাবায়নের চক্রান্ত করছে। সভা অবিলম্বে এই সকল প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার আহ্বান জানানো হয়।