ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ কারোই তথ্য দিতে চায় না সুইস ব্যাংক

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২১
0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টকে এ কথা জানিয়েছেন যে , ” বাংলাদেশের ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ কারোরই কোন তথ্য দিতে চায় না সুইস ব্যাংক । তবে সেক্ষেত্রে কেবল রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমেই অর্থ ফিরিয়ে আনা বা না আনার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। ‘ ‘

সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয় বুধবার। উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আইনজীবীরা বলেন, ‘বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংকসহ গোপনে বিদেশে পাচার করা অর্থ অবিলম্বে ফেরত আনতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে।’