ব্রিতে পিঠা পায়েসে নবান্ন উৎসব উদ্যাপন

আপডেট: নভেম্বর ১৭, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার (১ অগ্রহায়ণ ১৪২৮) নবান্ন উৎসব উদ্যাপন করা হয়েছে। গাজীপুরে ইনস্টিটিউটের সদর দপ্তরে স্বাস্থা্যবিধি মেনে নবান্ন অনুষ্ঠান উপলক্ষে নতুন ধান কর্তন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, হাতে তৈরি বিভিন্ন প্রকারের পিঠা,পায়েস বিতরণ করা হয়। দিনভর এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রি-র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি-র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালীটি ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এসব কর্মসূচিতে ব্রির বিভাগ ও শাখা প্রধানগণ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, নবান্ন উৎসব বাংলাদেশের গ্রামীন ঐতিহ্য। কৃষকদের সঙ্গে এর আনন্দ ভাগাভাগি করতেই প্রতিবছর ব্রিতে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করা হয়।
###
মোঃ রেজউল বারী বাবুল
গাজীপুর।
১৬/১১/২০২১ইং