ভারতকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠবে পাকিস্তান

আপডেট: অক্টোবর ২২, ২০২১
0

২৪ অক্টোবর রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আরব আমিরাতের সেই ম্যাচকে ঘিরে উত্তেজনার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে এখনই। ইতোমধ্যেই ম্যাচটিকে ঘিরে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার মতামত দিলেন ব্র্যাড হগ। সাবেক অস্ট্রেলিয়ান স্পিনারের মতে, পাকিস্তান যদি শুরুতেই ভারতের কাছে হেরে যায় তাহলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না।

আগামি ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হবে বাবর আজমের দলকে। ভারতের বিপক্ষে হেরে গেলে সেই ম্যাচেও বাড়তি চাপে থাকবে পাকিস্তান। হগ বলেন, ‘পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে তারা খুব কম সময় পাবে। পাকিস্তান পরের রাউন্ডে যেতে পারবে কি না সেটা এখানেই নির্ধারিত হবে। পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচেই হারে, আমার মনে হয় না তারা পরের রাউন্ডে যেতে পারবে। তখন ভারত পরের রাউন্ডে যাবে।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন কোন দল সেমিফাইনালে খেলবে সেটাও অনুমান করেছেন নিজ সময়ের অন্যতম সেরা এই স্পিনার। হগ আরও বলেন, ‘গ্রুপ-১ থেকে সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। আর পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে গ্রুপ-২ থেকে যাবে ভারত ও পাকিস্তান।’

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে ওপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার।
সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেরেছে ভারত। এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে।