ভারতে করোনার ভয়াবহতা মোকাবেলায় সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিলো মোদী সরকার

আপডেট: মে ২, ২০২১
0

ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দিয়েছে মোদীর কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্ত্রণালয়ের তরফে টুইটারে এই ঘোষণা করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে নিভৃতবাস নির্মাণ, করোনাভাইরাস সংক্রমিতদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য টাকা খরচের এই ক্ষমতা পাবে সেনা।

প্রতিরক্ষামন্ত্রীর টুইটারে লেখা হয়েছে, ‘এই ক্ষমতা পাওয়ার ফলে সেনা কমান্ডাররা কোভিড যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন। নিভৃতবাস ও হাসপাতাল গড়া ও সংস্কারের পাশাপাশি পরিষেবার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন তাঁরা’।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা মোকাবিলায় প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে কোর কমান্ডার এবং এরিয়া কমান্ডাররা (লেফটেন্যান্ট জেনারেল স্তরের অফিসার) ৫০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন। ডিভিশন কমান্ডার এবং সাব-এরিয়া কমান্ডার (মেজর জেনারেল স্তরের অফিসার) প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচের ক্ষমতা পাবেন।