ভারত সিমান্তে অস্ত্র,ভারতীয় রুপীসহ চার সদস্য আটক

আপডেট: মার্চ ১৫, ২০২২
0

এদিকে-সাজেক মিজোরাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় রুপি,অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে ভারতীয় বিএসএফ। তাদের বাঘাইছড়ি সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের কমলা নগরের ছোট পানছড়ি এলাকা থেকে আটক করা হয়।

জানা যায় তাদের কাছ থেকে ৬১ লক্ষ ভারতীয় রুপি, ৩টি সংক্রিয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ পাওয়া গেছে। আটককৃতরা হচ্ছে,বকুল কুসুম চাকমা ও তার চার সহযোগী। সোমবার বিকালে ছোটপানছড়ি থেকে মারপাড়া যাওয়ার পথে তাদের আটকের পর মারপাড়া বিএসএফ ক্যাম্পে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্র জানায়।

আটকৃতরা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সদস্য বলে জানিয়েছেন বলে বিএসএস সূত্র থেকে জানা গেছে। এদিকে-আটককৃত ৪ জন ইউপিডিএফ এর কেউ নয় বলে জানান সংগঠনটি।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি