ভিভিআইপিদের নিরাপত্তা দিতে এসএসএফ সফল: প্রধানমন্ত্রী

আপডেট: জুন ১৫, ২০২১
0

স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ বিভিন্ন সময়ে নিরাপত্তা ব্যবস্থা দেয়ার কাজটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এস এস এফ এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং মুজিব বর্ষ উদযাপন সফলতার পেছনে এস এস এফ এর জন্যই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আমাদের সূবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযপনেও আমাদের এসএসএফ এর ও অনেক অবদান রয়েছে। কাজেই আমাদের সেই বাংলাদেশ। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরের রেখে গেছেন, সেই দেশ উন্নয়ণশীল দেশের মর্যাদা আরমা পেয়েছি।’

একইসঙ্গে আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা ব্যবস্থা দেয়ার ক্ষেত্রেও সকল দেশের সন্তুষ্টি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।