ভুরুঙ্গামারীতে বৈদ‍্যুতিক শক সার্কিটের আগুনে পুড়ল ১০ লক্ষাধিক টাকার মালামাল

আপডেট: আগস্ট ২৮, ২০২১
0

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীতে বৈদ্যুতিক শক শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (২৭ আগষ্ট) সন্ধ‍্যায় তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আব্দুল হকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ আব্দুল হকের বাড়িতে শুক্রবার সন্ধ‍্যার দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে পাড়া প্রতিবেশিরা এগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রনে আনে এলাকাবাসী।
আগুনে বসতবাড়ির এল প্যাটার্ন ঘর সহ সম্পুর্ন বাড়ি ও আসবাব পত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়। এ সময় আগুনে তার ভাই সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদের বাড়িও আংশিক পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত আব্দুল হকের ছেলে মাইদুল ইসলাম বলেন, আগুনে তাদের সাতটি ঘর পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা তার নগদ ৮০ হাজার টাকা, তার ভাই সাইদুলের এক লাখ ৬২ হাজার টাকা ও সোহাগের ১৮ হাজার টাকা ও তার বাবা আব্দুল হকের ২২ হাজার টাকা (মোট দুই লাখ ৮২ হাজার টাকা), ২২ মণ পাট, ২০ মণ ধান, সোনার গহনাসহ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিলাই ইউপি চেয়ারম‍্যান ফরিদুল হক শাহিন শিকদার আগুন লাগার ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছার আগেই এলাকাবাসী দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।বেদ‍্যুতিক শক সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারনা করছি।
###
আমিনুর রহমান বাবু