ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম‍্যান ফজলুল হকের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে ব‍্যতিক্রমী উদ্যোগ

আপডেট: জুলাই ১৯, ২০২১
0

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার
চরভূরুঙ্গামারী ইউনিয়নের ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণে ব‍্যতিক্রমী এক উদ্যোগ গ্রহন করেছেন ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক।
জানা গেছে,চলতি ভিজিএফ কর্মসূচীর আওতায় উক্ত ইউনিয়নের মোট ২ হাজার ৯০৯ জন উপকার ভোগীর তালিকা প্রস্তুত করে নাম ঠিকানা সহ ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে “নিজের নাম তালিকায় দেখুন আর ১০ কেজি চাল নিন”।

চরভূরুঙ্গামারী ইউনিয়নে ভিজিএফএর চাল বিতরনের এমন দৃশ্য দেখে খুশি সুবিধা ভোগীরাও। প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তায় তিন জন উপকার ভোগী মিলে এক বস্তা চাল দেয়া হচ্ছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম‍্যান এটিএম ফজলুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার বিতরণ নিয়ে যেন কোন প্রশ্ন না ওঠে সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মাপে কম হবেনা। আজ (১৯ জুলাই) ৬,৭,৮ ও ৯ এই চারটি ওয়ার্ড ও কাল (২০ জুলাই )১,২,৩,৪,ও ৫ নং ওয়ার্ডে এই চাল বিতরন করা হবে।
বিতরন কালে উপস্হিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট‍্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত মো: জামাল হোসেন সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্যগন।
##
আমিনুর রহমান বাবু