ভূরুঙ্গামারীতে চোরাইকৃত দু’টি অটো রিকসা তিন চোর আটক

আপডেট: অক্টোবর ২৬, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাইকৃত দু’টি অটো রিকসাসহ ওই চক্রের তিন সদস‍্যকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলো, উপজেলারন্ন সদর ইউনিয়নের নলেয়া গ্রামের হৃদয় বাবু (১৯), পাইকেড়ছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের আশরাফ আলী (১৯) ও নাগেশ্বরী উপজেলার ফকিরের হাটের রমজান আলী বাবু (২০)।
জানাগেছে, গত শনিবার কচাকাটার টেপারকুটি গ্রামের জনৈক আউয়ালের অটো রিকসাটি ভূরুঙ্গামারী বাজার থেকে হারিয়ে যায়। রবিবার বিকেলে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডের পাশে হারিয়ে যাওয়া অটো রিকসার সামনের গ্লাস খুলে বিক্রি করতে আনলে পুলিশ হৃদয় বাবুকে আটক করে এবং পরে তার স্বীকারোক্তি মোতাবেক রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চক্রের অন্য দু সদস্য সহ চোরাইকৃত দুটি অটোরিকসা উদ্ধার করে।
উল্লেখ্য, চক্রটি দীর্ঘদিন থেকে অটো রিকসা চুরি করে বডি ও পার্টস খোলে খোলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় বিক্রি করত।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
##
আমিনুর রহমান বাবু