ভূরুঙ্গামারীতে প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট: জুন ৫, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রানীসম্পদদ দপ্তর ও ভ‍েটেরেনারি হাসপাতালের ব‍্যাবস্হাপনায় প্রানীসম্পদ প্রদর্শনী/২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুরে প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তর মৎস‍্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিন ব‍্যাপী ভূরুঙ্গামারী সরকারি পাইলট হাইস্কুল মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রানী সম্পদ প্রদর্শনী/২১ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম‍্যান নূরন্নবী চৌধুরী খোকন।বক্তব‍্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: শামীমা আক্তার,ভেটেরেনারী সার্জন ডা: আব্দুল মমিন,উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা এনামুল হক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ।
এই প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।

এ বিষয়ে ভেটেরেনারী সার্জন ডা: আব্দুল মমিন বলেন,দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব‍্যাপক সাফল‍‍্য লাভ করেছি। হাঁস মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ‍্যমাত্রা অর্জন করেছি দুধ উৎপাদনেও প্রায় লক্ষ‍্যমাত্রা অর্জনের পথে।তাই প্রানীসম্পদ প্রদর্শনীর মাধ‍্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন পালনে উদ্ভূদ্ধ হয় এর সুফল জনগনের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ।

উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: শামীমা আক্তার বলেন এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন পালন করতে পারে এই লক্ষ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্ন ভাবে জনগনকে সহযোগিতা দিয়ে আসছি।প্রানীসম্পদের এই প্রদর্শনীর মাধ‍্যমে পশু পালনে জনগনের মাঝে ব‍্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।
####/
আমিনুর রহমান বাবু