ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ‍্যোগে প্রীতি ক্রিকেট ম‍্যাচ : প্রেসক্লাব একাদশ জয়ী

আপডেট: মার্চ ২৩, ২০২৩
0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্ধিতা করেন কুড়িগ্রাম মাদক দ্রব‍্য নিয়ন্ত্রন অধিদপ্তর ক্রিকেট একাদশ বনাম ভূরুঙ্গামারী প্রেসক্লাব একাদশ। বুধবার (২২ মার্চ) বিকেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ভূরুঙ্গামারী প্রেসক্লাব জয়লাভ করে।

পরে বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী দল প্রেসক্লাব দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা , মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক আবু জাফর, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

উল্লেখ্য মাদককে না বলুন এই শ্লোগানকে ধারন করে মাদক বিরোধী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা ব্যাপি ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করে আসছে।
##
২৩/০৩/২৩