ভূরুঙ্গামারী উপজেলা সদরের পাকা সড়কগুলোর বেহাল অবস্হা : ঝুকিপূর্ণ চলাচল

আপডেট: জুন ১৫, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের পাকা সড়ক গুলোর বেহাল অবস্হা হয়ে পড়েছে।সড়কে বড় বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অপরদিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে প্রায় এক হাটু পানি জমে থাকার কারনে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখাগেছে, উপজেলা পরিষদের একেবারে কাছে জামতলা মোড় থেকে বাস স্ট‍্যান্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুটি স্থানে,জামতলা থেকে সাহাপারা পর্যন্ত ৪টি স্থানে, বাগভান্ডার রোড,মহিলা কলেজ রোড, কেন্দ্রীয় কবর স্থান রোডের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো ক্রমেই বড় হচ্ছে। সামান্য বৃষ্টিপাতে সেখানে প্রায় হাটু পানি জমে। রাস্তায় জমে থাকা পানি ভেঙ্গেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেণী-পেশার লোকজনকে কষ্টে চলাচল করতে হয়। যানবাহনের চাকার ছিটকানো পানিতে পথচারীদের পরিধেয় কাপড়-চোপড় নষ্ট হয়। কখনো কখনো অটো, রিক্সা উল্টে মারাত্মক দুর্ঘটনা ঘটছে।

অপরদিকে ভূরুঙ্গামারী কিশলয় বিদ্যানিকেতন ও সিনিয়ার মাদরাসায় পানি নিস্কাসনের ব্যবস্থা নাথাকায় ঐ মাঠে প্রায় হাটু পানি জমে থাকে। শুধু তাই নয়,জলাবদ্ধতার কারনে, কিশলয় বিদ‍্যালয়ের পিছনে এবং ভূরুঙ্গামারী হাটের উত্তরে দুটি পাড়ায় অধিকাংশ সময় ঘরবাড়িতে বৃষ্টির পানি জমে থাকে।
রাস্তায় গর্তের ছবি তোলার সময় স্থানীয় ব‍্যবসায়ী আল আমিন, হাবিবুল্লাহ ও আরিফ বলেন, বড় বড় গর্তের ছবি তুলে কি হবে? এর আগে অনেকে ছবি তুলে নিয়ে গেছে কোনো লাভ হয়নি। এরকম ভোগান্তি আমরা কয়েক বছর যাবত ভুগছি।
এ ব‍্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন বলেন, জলাবদ্ধতার ব্যাপারে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে কথা হয়েছে। এব্যাপারে উপজেলা সমন্বয় মিটিংয়ের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নিতে বলা হয়েছে। এব্যাপারে শীর্ঘই পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন উপজেলা সদরের প্রধান সড়কগুলো মেরামতের স্টিমেট পাঠানো হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি অনুমোদন পাবো। অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
###
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২
১৪.০৬.২২