ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট: অক্টোবর ১৩, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার (১৩ অকটোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে জার্মান ভিত্তিক বেসরকারি আন্তর্জাতিক সংস্থা নেটজ, আরডিআরএস ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী বলেন, ‘আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করে সকলে মিলে দুর্যোগ মোকাবিলা করি।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন ও ত্রাণ অফিসের বাস্তবায়নে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন স্কুল মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফায়ার সর্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা সচেতনতা বিষয়ক এ মহড়া পরিচালনা করে।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার মোস্তফা জামান, নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ফায়র সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমন মিয়া প্রমুখ।
###
আমিনুর রহমান বাবু