মতিঝিলে যুব পরিষদের মিছিলে পুলিশী হামলায় মিয়া গোলাম পরওয়ারের নিন্দা ও প্রতিবাদ

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

দেশের বিভিন্ন জায়গায় জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের ন্যক্কারজনক হামলা ও গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ।

আজ ২৫ মার্চ এক বিবৃতিতে তিনি বলেন,
“২৫ মার্চ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়। দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির ও দলীয়ভাবে প্রতিটি দলের মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আজ দেশের বিভিন্ন জায়গায় জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ অত্যন্ত ন্যক্কারজনকভাবে হামলা চালিয়েছে। হামলায় অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং অনেককে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

অবিলম্বে শান্তিপূর্ণ কর্মসূচী থেকে গ্রেফতারকৃত ব্যক্তিদের মুক্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”